জুমলার এক দশক


ওয়েবসাইট তৈরি এবং এর বিষয়বস্তু সাজানোর (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম-সিএমএস) সফটওয়্যার জুমলা ১০ বছর পূর্ণ করেছে। ১৭ আগস্ট ছিল জুমলার দশম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৫ সালের ১৭ আগস্ট চালু হয় জুমলা। অলাভজনক সংস্থা ওপেন সোর্স মেটারের উদ্যোগে পরিচালিত জুমলা বিনা মূল্যে ব্যবহার করা যায়।
জুমলার দশকপূর্তি উপলক্ষে বাংলাদেশেও ছিল নানা আয়োজন। ১৭ আগস্ট জুমলা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে কেক কাটা হয়। এ ছাড়া আলোচনা হয় জুমলার নানা বিষয় নিয়ে। এ কমিউনিটির সহপ্রতিষ্ঠাতা এবং জুমশেপারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, ১০ বছর পূর্তির আয়োজনে জুমলা নিয়ে আগ্রহী ব্যক্তিরা যোগ দিয়েছেন। ভারতের বেঙ্গালুরুতে আগামী ৬ ও ৭ নভেম্বর জুমলা প্রোগ্রামারদের সম্মেলন https://conference.joomla.org অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক জুমশেপার। জম্মদিনে উপলক্ষে জুমলা কমিউনিটির পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ ওয়েবসাইট http://spreadthejoomlalove.com
সর্বশেষ তথ্য অনুযায়ী সারা বিশ্বে জুমলা নামানো হয়েছে পাঁচ কোটিবারের বেশি। বর্তমানে জুমলার ৩.৪ সংস্করণ প্রচলিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Traffic Rank