Paidverts এর অতীত: Paidverts সাইটটির মালিক (Jo Cook) জো কুক। তিনি ইতিমধ্যে MyTrafficValue mytrafficvalue.com সাইটেরও মালিক। আপনি Paidverts যে ইমেইল দিয়ে যোগ দিয়েছেন, সেই একই ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে "My Traffic Value" অ্যাক্সেস করতে পারবেন।
অতীতে (Jo Cook) জো কুক "Basebucks" নামে একটি প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠাতা ছিল। কিন্তু এই মুহূর্তে এটি বন্ধ আছে। কারন "Basebucks" অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছেন। অনেকেই মনে করেন (Jo Cook) জো
কুক "scammer", কারন তার পূর্ববর্তী সাইট বন্ধ করে দিয়েছেন বলে। কিন্তু
তিনি যে সাইট বন্ধ করেছেন, বাস্তবে তিনি তার সেই সাইটের সকল সদস্যদের কে
টাকা প্রদান করেছেন।
PaidVerts কি?
Paidverts ২০১৪ সালের ৩১শে মার্চ তাদের যাত্রা শুরু করে। তাই এখনও এটি নতুন ওয়েবসাইট কে বলা যায় , কিন্তু ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই চিন্তা করেন "Paidverts" শুধু মাত্র একটি পিটিসি, কিন্তু বাস্তবে "Paidverts" ভিড় তহবিল প্ল্যাটফর্ম (crowd funding platform) এবং পিটিসি একটি শাখা।
ভারতে এই সাইট ২য় পাকিস্তানে
৪র্থ বাংলাদেশেও প্রায় ৩০ হাজারের উপর ইউজার রয়েছে। এই সাইটের উপর তৈরি
হয়েছে বিভিন্ন দেশে শত শত গ্রুপ ওয়েবসাইট। এই সাইটটির নাম হল পেইডভার্টস। সাইটির বর্তমান
রেঙ্কিং কোটি কোটি সাইটের মাজে ১২০০ তম। যা অনলাইন আয়ের জগতে ১ম...।
Paidverts হোল ঘরে বসে কাজ করার একটি নতুন প্রোগ্রাম। এখানে আপনাকে প্রতিদিন এক একটি বিজ্ঞাপন দৃশ্য ৩০ সেকেন্ড করে দেখতে হবে। বিজ্ঞাপন দৃশ্য প্রতিদিন না দেখলে আপনার উপার্জন হবে না। আমরা যদি শুধুমাত্র এটিকে পিটিসি হিসেবে বিবেচনা করি, তাহলে সকল পিটিসি থেকে "Paidverts" এ আপনার ভালো উপার্জন হবে। Paidverts এর PTC অংশ সম্পূর্ণ বিজ্ঞাপনদাতাদের আপগ্রেড এবং ব্যবহারকারীর প্রশ্বাসের বিনিয়োগ এর উপর নির্ভর করে। কিন্তু আপনি শুধু আপনার ক্লিক বিজ্ঞাপন দ্বারা এবং আপনার লিঙ্ক অধীনে মানুষ উল্লেখ করে ভাল যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন।
পিটিসি ছাড়াও আপনি "Paidverts" থেকে উপার্জন করতে পারেন, "Crowd-funding" এর মাধ্যমে মানে শেয়ার বিনিয়োগ করে। যদি আপনি শেয়ার বিনিয়োগ করে উপার্জন করতে চান। সে জন্য আপনাকে "My Traffic Value" সাইট অ্যাক্সেস করে নিতে হবে। আপনি Paidverts যে ইমেইল দিয়ে যোগ দিয়েছেন, সেই একই ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে "My Traffic Value" অ্যাক্সেস করতে পারবেন। শুধু
তাই না, "My Traffic Value" তে আপনার পাওয়ার প্লান, ফাস্ট ট্র্যাক
প্লান্স এবং অন্যান্য অপশন ইত্যাদি বিনিয়োগ থেকে আয় করা। কিন্তু তারা
শুধুমাত্র সদস্যদের বিনিয়োগ উপর নির্ভর করে না, অনলাইন গেম, ক্যাসিনো,
বিক্রি বিজ্ঞাপন, ভিড়-তহবিল উন্নয়নশীল এবং শীঘ্রই বাস্তব অবস্থা বিনিয়োগ
দ্বারা আয় করে থাকে।
তাই, Paidverts হোল জন-তহবিল + + + + রাজস্ব শেয়ার পিটিসি প্ল্যাটফর্ম।Paidverts কে কে কাজ করতে পারেন?
এটা শিক্ষানবিস এবং পেশাদারী অনলাইন শ্রমিক উভয়ের জন্য উপযুক্ত। Paidverts কাজ করা খুব সহজ। শুধু বিজ্ঞাপন দেখতে হবে। যদি আপনি অতিরিক্ত উপার্জন করতে চান তাহলে আপনি আপনার লিঙ্ক অধীনে ব্যক্তি যোগার করুন।
Paidverts প্রোগ্রাম বিবরণ (কিভাবে আমরা Paidverts এর মধ্যে অর্থ উপার্জন করতে পারেন?
Paidverts এ অর্থ উপার্জন করা খুব সহজ। শুধু বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি অর্থ পাবেন, PaidVerts কে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। PaidVerts এর টাকা, ডলার, ইউরো এই সবের মত নিজস্ব একটি কারেন্সি আছে সেটির নাম হল বাপ (Bouns Ads Point)। আপনি মূলত Paidverts এ BAP আয় করবেন। আর Paidverts আপনাকে, আপনার BAP রেখে ডলার দিবে। তবে আপনাকে তারা সরাসরি ডলার দিবে না, ডলার এর অ্যাড দিবে যেটা ক্লিক করলে আপনি ডলার পাবেন। ১ ডলারে ২০০০ BAP কেটে নিবে। অতএব, আপনার মূল কাজ হবে BAP আয় করা। আপনি সব সময় চেষ্টা করবেন কিভাবে আপনার BAP বারানো যায়।
BAP বৃদ্ধি করার কয়েকটি পদ্ধতিঃ
** Paidverts এর Bonus Ads ভিউ করে BAP বৃদ্ধিকরতে পারেন।
** Paidverts এ ছোট একটা Invest BAP বৃদ্ধিকরতে পারেন।
**Paidverts এর ছোট ছোট গেম খেলে BAP বৃদ্ধিকরতে পারেন।
**"My Traffic Value" থেকে শেয়ার কিনে, ওই শেয়ার বিক্রি করে BAP বৃদ্ধিকরতে পারেন।
প্রথম দিকে Paidverts আপনাকে প্রতিদিন ১৬টি বোনাস অ্যাড দিবে যার প্রতিটি আপনাকে ২৫ BAP করে দিবে। সুতরাং আপনি প্রতিদিন ৪০০ করে BAP আয় করতে পারবেন ফ্রি। এবং কয়েকদিন পরে ৮টি করে বোনাস অ্যাড দিবে যার প্রতিটি আপনাকে ২৫ BAP করে ২০০ BAP পাবেন।
আপনি ১ ডলার ইনভেস্ট করলে Paidverts আপনাকে ৩১০০ BAP দিবে যার মাধ্যমে আপনি ১.৫৫ ডলার সমপরিমাণ অ্যাড পাবেন। আপনি যতবার ১ ডলার ইনভেস্ট করবেন ততবার আপনি ০.৫৫ ডলার লাভ পাবেন। এই ১ ডলার ইনভেস্ট আপনি দুই ভাবে করতে পারেন সরাসরি নিজের পকেট থেকে অথবা Paidverts থেকে আয় করে আবার সেই আয়ের ডলার দিয়ে Paidverts এই ইনভেস্ট করতে। Paidverts এ প্রথম অবস্থায় ১ ডলার আয় করতে আপনার সময় লাগবে ১০ দিন। গেম খেলে হাজার হাজার BAP আয় করতে পারবেন। যত BAP দিয়ে গেম খেলবেন জিতলে তত BAP লাভ হবে, আর হারলে তত BAP লস হবে।
BAP এর উপরে আপনার আয় বৃদ্ধি পাবে। আপনার যদি 100 থেকে 1599 BAP থাকে তাহলে আপনি প্রতি দিন 50 সেন্ড পর্যন্ত আয় করতে পারবেন। BAP কে ১৫ টি গ্রপে ভাগ করা হয়েছে।
BAP গ্রুপঃ আসলে এটি ইউজারদের আয়ের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার একটি পদ্ধতি। আপনার যত বেশি BAP থাকবে আপনি তত বড় গ্রুপের মেম্বার হবেন। আর যত বড় গ্রুপের মেম্বার হবেন ততো দামি এ্যাড পাবেন। এটা নির্ভর করে আপনি মোট কত BAP এর মালিক তার উপর।
খেয়াল করুনঃ
Group 01: from1600 to 12000 BAP.
BAP গ্রুপঃ আসলে এটি ইউজারদের আয়ের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার একটি পদ্ধতি। আপনার যত বেশি BAP থাকবে আপনি তত বড় গ্রুপের মেম্বার হবেন। আর যত বড় গ্রুপের মেম্বার হবেন ততো দামি এ্যাড পাবেন। এটা নির্ভর করে আপনি মোট কত BAP এর মালিক তার উপর।
খেয়াল করুনঃ
Group 02: from12000 to 24000 BAP.
Group 03: from24k to 48k BAP.
Group 04: from48k to 96k BAP.
Group 05: from96k to 180k BAP.
Group 06: from180k to 360k BAP.
Group 07: from360k to 720k BAP.
Group 08: from720k to 1.5m BAP.
Group 09: from1.5m to 3m BAP.
Group 10: from3m to 6m BAP.
Group 11: 6mto 20m BAP.
Group 12: 20,000,000+
Group 13: 50,000,000+
Group 14: 100,000,000+
Group 15: 500,000,000+
আপনি যদি গ্রুপ ১ এ থাকেন তাহলে আপনার আয় হবে প্রতিদিন কমপক্ষে 50 সেন্ড করে এর বেশিও হতে পারে। গ্রুপ ২ এ থাকেন তাহলে আপনার আয় হবে প্রতিদিন কমপক্ষে 1$ করে এর বেশিও হতে পারে। গ্রুপ ৩ এ থাকেন তাহলে আপনার আয় হবে প্রতিদিন কমপক্ষে 3.4 ডলার করে এর বেশিও হতে পারে। এইভাবে ক্রমানুসারে আয় বাড়বে।
Paidverts কোনো রেফারেল ছাড়াও আপনার নিজের বিজ্ঞাপন ক্লিক থেকে শুধুমাত্র উপার্জন করা খুব সহজ, কিন্তু আপনি আরো উপার্জনের জন্য, আপনার অধীনে আরো ব্যক্তিকে জয়েন করাতে পারবেন। আপনার রেফারাল প্রতিটি বিজ্ঞাপন ক্রয় থেকে আপনি 10% কমিশন এবং প্রতিটি বিজ্ঞাপন ভিউ থেকে 5% পাবেন।
আর সর্বশেষ কথা, আপনি যদি কাজ করতে চান তবে একটু ধর্য্য ধরে কাজ করেন দেখবেন সফলতা আপনার দরজায় এসে হাজির হয়েছে এবং আপনি সফল হবেনই।
আর আমার সাথে টিম হয়ে কাজ করতে চাইলে এখানে অথবা ইমেজে ক্লিক করে একাউন্ট খুলুন। Skype এর মাধ্যমে স্ক্রিন শেয়ার করে যেকোন সমস্য সমাধান করে দেওয়া হবে। আমার Skype ID: gsbiplob আমার টিম মেম্বারদের উপরে তুলে নেওয়ার দায়িত্ব আমার। শুধু সৎ ইচ্ছে টা আপনার।
আর সর্বশেষ কথা, আপনি যদি কাজ করতে চান তবে একটু ধর্য্য ধরে কাজ করেন দেখবেন সফলতা আপনার দরজায় এসে হাজির হয়েছে এবং আপনি সফল হবেনই।
আর আমার সাথে টিম হয়ে কাজ করতে চাইলে এখানে অথবা ইমেজে ক্লিক করে একাউন্ট খুলুন। Skype এর মাধ্যমে স্ক্রিন শেয়ার করে যেকোন সমস্য সমাধান করে দেওয়া হবে। আমার Skype ID: gsbiplob আমার টিম মেম্বারদের উপরে তুলে নেওয়ার দায়িত্ব আমার। শুধু সৎ ইচ্ছে টা আপনার।

mytrafficvalue.com এর জন্ম paidverts.com এর অনেক আগে !
উত্তরমুছুন