“নিউ টেকনোলোজি”-এর নীতিমালা ও ব্যবহারবিধি
(প্রকাশিত লেখা, মন্তব্যা, ছবি, অডিও, ভিডিও বা
যাবতীয় কার্যকলাপের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, “নিউ
টেকনোলোজি” কর্তৃপক্ষ
এজন্য কোনভাবেই দায়ী নন)।
“নিউ
টেকনোলোজি”-এ আপনাকে স্বাগত জানাই। “নিউ টেকনোলোজি”-এ নিবন্ধন করার সময় এর “নীতিমালা ও ব্যবহারবিধি” আপনারা পড়ে নেবেন।
কেউ ব্লগে নিবন্ধন করলে ধরে নেওয়া হবে তিনি “নীতিমালা ও ব্যবহারবিধি” পড়ে তাতে
সম্মতি জ্ঞাপন করেছেন। ব্লগে প্রকাশিত লেখার বক্তব্য, মত
ও স্বত্ব লেখকের নিজস্ব। এ ব্লগে প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব “নিউ
টেকনোলোজি” বহন করে না। “নিউ টেকনোলোজি”-এর
উদ্দেশ্য মত প্রকাশের পরিসর বাড়ানো, সৃষ্টিশীলতাকে উৎসাহ
দেওয়া, লেখক-পাঠক যোগাযোগের মাত্রা প্রসারিত করা। আমরা
আশা করি, “নীতিমালা ও ব্যবহারবিধি” মেনে ব্লগাররা ইতিবাচকভাবে
এসব সুযোগ ব্যবহার করবেন।
“নীতিমালা ও ব্যবহারবিধিঃ”
ü বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
ü কোনো লেখার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘন করা যাবে না।
..............................................................................................................................
ü
দেশীয় বা দেশের বাইরের কোনো ধর্ম, ভাষা, জাতি ও গোষ্ঠীর প্রতি অবমাননামূলক বা
কারো অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না। ইসলাম ধর্মের
প্রতি অবমাননামূলক কোনো লেখা এতে প্রকাশ করা যাবে না। একই ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য কোনো ধর্মের প্রতি
কটূক্তি করেও কোনো লেখা প্রকাশ করা যাবে না।
ü
বিবাদমান দুই বা ততোধিক জাতি, গোষ্ঠী ও ধর্মের মধ্যে জাতিগত সংঘর্ষের উস্কানি দিতে পারে এমন লেখা
প্রকাশ করা যাবে না।
ü
ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের
ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা ভাষাকে কটাক্ষ বা
অবমাননা করে কোনো বক্তব্য দেওয়া যাবে না।
ü
প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে
শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
ü
কোনো জাতি, জনজাতি,
গোষ্ঠী, জাতি-উৎস, লিঙ্গপরিচয়, বয়স, শ্রেণীপরিচয়,
শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে ঘৃণা বা অবমাননামূলক কোনো
মন্তব্য প্রকাশ করা যাবে না।
ü
ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত
করা যাবে না। এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়। পবিত্র কোরআন শরিফ ও হাদিসসহ সব
ধর্মগ্রন্থের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য হবে।
ü
নারীর প্রতি অবমাননা, আক্রমণ ও নিপীড়নমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
ü
অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ এমন কোনো শব্দ, বাক্য, ছবি, ভিডিও ও
অডিও ব্যবহার করা যাবে না, যা নারীকে হেয় করতে পারে।
ü
নারী ব্লগারদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা
যাবে না।
ü
ব্লগে পোস্ট দিয়ে কোনো নারী বা পুরুষকে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেম নিবেদন করা যাবে না। ব্যক্তিগত চিঠি দেয়া যাবে না।
..............................................................................................................................
ü
কোনো পর্নোগ্রাফিক ছবি, লেখা, তথ্য বা ভিডিও প্রকাশ করা যাবে না। কোনো
পর্নোগ্রাফিক সাইটের লিংক দেওয়া যাবে না।
ü
এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না যা সামাজিক
দৃষ্টিভঙ্গি থেকে অশ্লীল বা অশালীন বলে বিবেচিত হতে পারে।
ü
অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
ü
স্নায়বিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর, অরুচিকর ছবি প্রকাশ করা যাবে না।
ü
কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে কোনো
ব্যক্তির অনুমতি ছাড়া/গোপনে তোলা কোনো ছবি প্রকাশ করা যাবে না।
ü
বিকৃত করে, জোড়া
লাগিয়ে পরিপ্রেক্ষিত পরিবর্তন করে কোনো ছবি প্রকাশ করা যাবে না।
..............................................................................................................................
ü
কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে
কোনো প্রাণীবাচক নাম দেয়া যাবে না।
ü
সহব্লগারদের কিংবা ব্লগের বাইরের কাউকে
গালিগালাজ করা যাবে না।
ü
কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
ü
এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক)
ব্যবহার করা যাবে না যা অন্য ব্লগারের নামকে হেয় করে, সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক
দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয়।
ü
হেয় প্রতিপন্ন করার জন্য কারো ব্যক্তিগত
তথ্য ব্লগে প্রকাশ করা যাবে না।
ü
অন্য কারো জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, পাসপোর্ট নম্বর প্রকাশ করা
যাবে না।
ü
অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ঠিকানা বা
ফোন-ফ্যাক্স নম্বর ইত্যাদি প্রকাশ করা যাবে না।
ü
ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে কারো ব্যক্তিগত
বৈশিষ্ট্যের দুর্বল দিক ব্লগে প্রকাশ করা যাবে না।
ü
কাউকে হত্যা, আঘাত
বা আক্রমণের হুমকি দেয়া যাবে না। কোনো পরিস্থিতিতেই কাউকে ভয় দেখানো যাবে না।
ü
ব্লগে বা ব্লগের বাইরে অস্থিতিশীলতা তৈরির
উদ্দেশ্যে সংগঠিত হওয়া বা সংগঠিত হওয়ার প্রচারণা চালানো যাবে না।
..............................................................................................................................
ü
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক কোনো লেখা প্রকাশ
করা যাবে না।
ü
সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা
প্রকাশ করতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তা করতে হবে।
ü
রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনাকর বা
সংঘাতময় পরিস্থিতি কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন কোনো লেখা
প্রকাশ করা যাবে না।
ü
রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ
প্রচার করা যাবে না।
ü
সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো
তথ্য প্রকাশ করা যাবে না।
ü
প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো
কাজের সমর্থনে প্রচারণা চালানো যাবে না।
..............................................................................................................................
ü
কোনো ভাইরাস, স্পাইওয়্যার
বা ম্যালওয়ারের লিংক দেয়া যাবে না। হ্যাকিং এবং ক্র্যাকিং করার কোনো সূত্র বা এ
সম্পর্কিত কোনো সফটওয়ারের লিঙ্ক ব্লগে প্রকাশ করা যাবে না। হ্যাকিং বা
ক্র্যাকিংয়ে উৎসাহ দিয়ে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
ü
কোনো রাজনৈতিক সংগঠন বা ট্রেড ইউনিয়নের নামে
ব্লগ খোলা যাবে না। কোনো সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের নামে ব্লগ খুলতে হলে
উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ব্লগ কর্তৃপক্ষের কাছে আবেদন করে নিবন্ধনকারীর
ন্যায্যতা প্রমাণ করতে হবে।
ü
কোনো ব্র্যান্ডের সুনাম ক্ষুন্ন করার জন্য
উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক লেখা দেওয়া যাবে না।
ü
ব্যক্তিগত বিজ্ঞাপন, আলোচনা, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি বাদে বাণিজ্যিক উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচারের আগে অবশ্যই ব্লগ
কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
ü
ধূমপান, মাদক ও নেশাকে উৎসাহিত
করে কোনো বিজ্ঞাপনমূলক লেখা, ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা যাবে না।
..............................................................................................................................
ü
একই ব্লগার জরুরি প্রয়োজন ছাড়া প্রথম
পাতায় একটির বেশি পোস্ট করতে পারবেন না। এক সঙ্গে একটির বেশি লেখা দিলে প্রয়োজনে
অতিরিক্ত লেখা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে।
ü
একই বিষয়ে একাধিক পোস্ট দেয়া হলে এবং
সেগুলোয় বিষয বৈচিত্র্য না থাকলে একটি রেখে বাকিগুলোকে প্রথম পাতা থেকে সরিয়ে
দেয়া হতে পারে।
ü
কোনো খবর দিতে হলে প্রাথমিক উৎস থেকে তথ্য
সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে এবং তথ্যের সঙ্গে সে উৎস উল্লেখ করতে হবে।
প্রকাশিত খবর মিথ্যা হলে ব্লগারকে বাতিল করা হবে।
ü
কারও বিরুদ্ধে একাধিক নাম বা ছদ্মনাম (ইউজার
নেম বা নিক) ব্যবহার করে ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রমাণ পাওয়া গেলে
তার সকল ছদ্মনাম বাতিল করা হবে।
ü
হ্যাকিং বা প্রতারণার ঘটনা ঘটলে এর সঙ্গে
জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ü
অন্য কোথাও থেকে সরাসরি কোনো লেখা বা লেখার
অংশবিশেষ উদ্ধৃতি, রেফারেন্স, আলোচনা,
সমালোচনা ইত্যাদি প্রয়োজনে ব্লগে প্রকাশ করতে হলে লেখার উৎস ও
লেখকের নাম উল্লেখ করতে হবে। স্বত্ত্ব সংরক্ষিত লেখার ক্ষেত্রে ব্লগে প্রকাশের
আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
..............................................................................................................................
ü
“নিউ টেকনোলোজি” কর্তৃপক্ষ
যে কোনো সময় “নীতিমালা ও ব্যবহারবিধি” পরিবর্তনের অধিকার রাখে।
ব্লগের
নীতিমালা লঙ্ঘিত হলে
১। যে কোনো ব্লগার ব্লগের নিয়ম লঙ্ঘন করলে, কেউ
কাউকে আক্রমণ করলে বা কেউ আক্রান্ত বোধ করলে ই-মেইলে বা ব্লগের অভিযোগ বাটনের সাহায্যে
অভিযোগ জানাতে পারেন। এ বিষয়ে কোনো পোস্ট না দিয়ে ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে
যোগাযোগ করাই কার্যকর পদ্ধতি বলে গণ্য হবে। ব্লগ কর্তৃপক্ষ অভিযোগ পর্যালোচনা করে নীতিমালা
অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
২। কেউ ব্লগের নীতিমালা লঙ্ঘন করলে ব্লগ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শিয়ে বা না দর্শিয়ে নীতিমালা ভঙ্গকারী লেখা প্রয়োজনে প্রথম পাতা থেকে অপসারণ করতে পারে, প্রথম পাতায় ব্লগারের লেখা প্রকাশের অধিকার রুদ্ধ করতে পারে কিংবা বিভিন্ন মেয়াদে ব্লগারকে নিষিদ্ধ করা হতে পারে।
৩। ব্লগার একই বা ভিন্ন ভিন্ন অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
৪। কর্তৃপক্ষ যে কোনো ব্লগ ও ব্লগারকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করার অধিকার রাখে।
(প্রকাশিত লেখা, মন্তব্যা, ছবি, অডিও, ভিডিও বা
যাবতীয় কার্যকলাপের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, “নিউ
টেকনোলোজি” কর্তৃপক্ষ
এজন্য কোনভাবেই দায়ী নন)।
এসব নীতিমালা মেনে যে সব ব্লগাররা নিউ টেকনোলোজি ব্লগে
লেখতে ইচ্ছুক তাদেরকে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো।
Email: gsbiplob@gmail.com
Mobile: 01713-702521
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন