Paidverts এর অতীত: Paidverts সাইটটির মালিক (Jo Cook) জো কুক। তিনি ইতিমধ্যে MyTrafficValue mytrafficvalue.com সাইটেরও মালিক। আপনি Paidverts যে ইমেইল দিয়ে যোগ দিয়েছেন, সেই একই ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে "My Traffic Value" অ্যাক্সেস করতে পারবেন।
অনলাইনে ইবুক লেখার মাধ্যমে আয় করুন
বর্তমান প্রযুক্তিবিশ্বে ফ্রিলেন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক
জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রিলেন্সার, ওডেস্ক, স্ক্রিপ্টলেন্স ইত্যাদি থেকে
শুরু করে বিভিন্ন ফ্রিলেন্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে । শুধুমাত্র
ফ্রিল্যান্সিং সাইটকে কেন্দ্র করে নয় এছাড়াও বিভিন্ন অনলাইনে আয়ের নতুন
নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং তা জনপ্রিয় হয়ে উঠেছে।
অনলাইনে নিরাপদ থাকার ব্যাপারে গুগলের টিপস
ইন্টারনেত ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তার ব্যাপারে সচেতন করতে তৎপর
হয়েছে ওয়েবজায়ান্ট গুগল। এ লক্ষ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য বৃহস্পতিবার বেশ
কিছু টিপস দিয়েছেন প্রতিষ্ঠানটি।
গুগলের এই টিপসগুলো অনলাইনে ব্যক্তিগত ও স্পর্শকাতর ডেটার নিরাপত্তা বাড়াতে
ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)