সমুদ্রের বুকে এক টুকরো ভাসমান শহর।

সব মানুষের কাছেই সমুদ্রের বুকে ভাসমান জাহাজের কথা বললেই ভেসে ওঠে টাইটানিক এর ছবি। হলিউডের সৌজন্যে জাহাজের মধ্যে একটা আস্ত শহরের সাথে সেই তো আমাদের প্রথম পরিচয়। তবে টাইটানিকের থেকে বড় জাহাজ এখন ইউরোপে মেলে। যেমন এই ওয়েসিস অফ দ্য সিজ।
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Traffic Rank